রামগতিতে অবৈধ দুই ইটভাটা মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:১২ পিএম, ১৪ মার্চ ২০২২
অভিযান পরিচালনা করছেন ভ্রাম্যমাণ আদালত

লক্ষ্মীপুরের রামগতিতে জ্বালানি কাঠ ব্যবহার করায় দুই ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান এ আদেশ দেন। এসময় ছয়টি ড্রাম চিমনি উপড়ে ফেলা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার চর আলগী ইউনিয়নের চরসেকান্দর গ্রামের আল মাদানি ব্রিকস ও চর রমিজ ইউনিয়নের চর মেহার গ্রামের হাওলাদার ব্রিকসে কাঠ পোড়াচ্ছিল। লাইসেন্সবিহীন ভাটাগুলো অবৈধ ড্রাম চিমনি ব্যবহার করে পরিবেশ দূষণ করছে। এমন খবরে সেখানে অভিযান চালানো হয়।

jagonews24

অভিযানে আল-মাদানি ব্রিকসের সত্ত্বাধিকারী আবদুর রবকে এক লাখ ও হাওলাদার ব্রিকসের সত্ত্বাধিকারী আবদুল মালেককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ভাটা দুইটির ছয়টি ড্রাম চিমনি রশি দিয়ে টেনে উপড়ে ফেলা হয়েছে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, ইটভাটা দুটির লাইসেন্স ছিল না। অভিযান চালিয়ে তাদের দুই লাখ টাকা জরিমানা ও চিমনিগুলো উপড়ে ফেলা হয়েছে।

কাজল কায়েস/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।