রাজবাড়ীতে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১৭ মার্চ ২০২২
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাহিন্দ্রা

রাজবাড়ীতে ট্রাকের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কল‌্যাণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহিন্দ্রাচালক সুজন শেখ (৩৫), সাইফুল শেখ (২০) ও মোমিন প্রামাণিক (২৪)।

সুজন শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওসিউদ্দিন পাড়ার আব্দুর রশিদ শেখের ছেলে, মমিন প্রামাণিক রাজবাড়ি সদর উপজেলার হরিহরপুর গ্রামের জিলাল প্রামাণিকের ছেলে এবং সাইফুল শেখ ফরিদপুরের মধুখালি উপজেলার কামালদিয়া গ্রামের জালাল শেখের ছেলে।

রাজবাড়ীতে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৩

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে গোয়ালন্দ থেকে আসা ট্রাকের সঙ্গে একটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব মিয়া জানান, দুর্ঘটনায় আহত তিনজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।