দৌলতদিয়ায় খোলা আকাশের নিচে দিন কাটছে ট্রাকচালকদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৭ মার্চ ২০২২
দিনের পর দিন আটকে আছে পণ্যবাহী ট্রাক

দৌলতদিয়ায় সিরিয়ালের জন্য দিনের পর দিন অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে ট্রাকচালকদের। খোলা আকাশের নিচে তীব্র গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

যানজটে আটকা পড়া একাধিক ট্রাকচালক জানান, ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় আটকে থেকে খাবার, গোসল ও টয়লেট সমস্যায় পড়তে হচ্ছে আমাদের। সময় মতো মালামাল পরিবহন করতে না পেরে লোকসান গুনতে হচ্ছে মালিকদের। তীব্র গরম সহ্য করতে না পেরে অনেক চালক অসুস্থ হয়ে পড়ছেন।

দৌলতদিয়া প্রান্তের ঢাকা-খুলনা মহাসড়ক ও ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড়ের এক পাশে পণ্যবাহী ট্রাকগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সড়কের নেই খাবার হোটেল, গোসল ও টয়লেটের ব্যবস্থা।

এদিকে বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলেও দৌলতদিয়া-গোয়ালন্দ মোড়ে ৬-৭ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা গেছে।

ট্রাকচালক ফারুক হোসেন জানান, মঙ্গলবার থেকে গোয়ালন্দ মোড়ে আটকে আছি। এখান থেকে ঘাট আরও ১৪ কিলোমিটার দূরে। এভাবে আটকে থেকে গোসল, খাবার ও টয়লেটের সমস্যায় পড়তে হচ্ছে। খরচ হচ্ছে অতিরিক্ত টাকা যা মালিক বহন করবেন না।

মো. জসিম উদ্দিন নামের আরেক চালক জানান, তিনিও গত দুইদিন গোয়ালন্দ মোড়ে আটকে আছেন। ঠিকমতো ঘুমাতে পারছি না। কবে ফেরি পাবো জানি না। ভোগান্তি নিরসনে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, অতিরিক্ত যানবাহনের চাপে রাজবাড়ীর দৌলতদিয়ায় পণ্যবাহী ট্রাকের সিরিয়াল তৈরি হচ্ছে। তবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার কর‌া হচ্ছে। এ রুটে পর্যাপ্ত ফেরি চলাচল করছে।

রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।