গৌরীপুরে মেছো বাঘের ২ শাবক উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুরে নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে মেছো বাঘের দুটি শাবক উদ্ধার করেছে বনবিভাগ।
শনিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার লামাপাড়া গ্রামের মেশাররফ হোসেনের নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে শাবক দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে মোশাররফ হোসেন গরুর জন্য নেপিয়ার ঘাস কাটতে গেলে প্রথমে একটি মেছো বাঘের শাবক দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শাবকটি ধরেন। এর কিছুক্ষণ পর এলাকাবাসী আরও একটি শাবক ধরে বনবিভাগকে খবর দেয়। উপজেলা বনবিভাগের কর্মকর্তা শাবক দুটি উদ্ধার করেন।
এ বিষয়ে গৌরীপুর বন কর্মকর্তা লুৎফুর রহমান জাগো নিউজকে বলেন, স্থানীয়রা বিষয়টি আমাদের জানালে শাবক দুটি উদ্ধার করি। তাদের গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ জাগো নিউজকে বলেন, বনবিভাগ মেছো বাঘের শাবক দুটি উদ্ধার করেছে। শাবক দুটি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/এসজে/জেআইএম