রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
প্রতীকী ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে ট্রেনের ধাক্কায় জয়দার মণ্ডল (৯০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে উপজেলার পোরাদাহ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার সিজান দত্তপাড়া এলাকার বাসিন্দা।
রাজবাড়ী রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর মনিরুজ্জামান বলেন, রেললাইন পারাপারের সময় একটি ট্রেনের ধাক্কায় জয়দার মণ্ডল মারা যান। ট্রেন আসতে দেখে পেছন থেকে লোকজন তাকে ডাকাডাকি করলেও তিনি শুনতে পাননি। মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
রুবেলুর রহমান/আরএইচ/এএসএম