ফতুল্লায় কারখানায় চুল্লি বিস্ফোরণে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৮ মার্চ ২০২২

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় হাঁড়ি-পাতিল তৈরির সিলভার কারখানায় চুল্লি বিস্ফোরণে মোকলেস (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সেইসঙ্গে রিপন ফকির (২৫) নামে আরো এক শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (২৮ মার্চ) সকালে পাগলা নন্দলালপুর আরাফাত মেটাল নামে সিলভার কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

কারখানার ম্যানেজার জালাল উদ্দিন বলেন, গতকাল দিনে ও রাতে গ্যাস ছিল না। সোমবার সকালে হঠাৎ গ্যাস চলে আসে। এতে চুল্লিতে গ্যাস জমাট হয়ে থাকে। শ্রমিকরা বিষয়টি বুঝতে না পেরে চুল্লিতে আগুন দেন। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বিকট শব্দে চুল্লি বিস্ফোরণ ঘটে।

jagonews24

এ সময় চুল্লির কাছে থাকা মোকলেস ও রিপন ফকির দগ্ধ হন। বিস্ফোরণের পরপরই তাদেরকে উদ্ধার করে ঢাকা মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোকলেসকে মৃত ঘোষণা করেন এবং রিপন ফকিরকে চিকিৎসা দেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ফতুল্লায় নন্দলালপুরে একটি বিস্ফোরণের ঘটনায় দুইজন দগ্ধ হয়েছেন শুনেছি। আমাদের কর্মীদের পাঠানো হয়েছে। ম্যাসেজ এলে বিস্তারিত বলতে পারবো।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।