‘ইউরোপে চালের কেজি ও সয়াবিন তেলের লিটার ৩০০ টাকা’
ইউরোপে চালের কেজি ও সয়াবিন তেলের লিটার ৩০০ টাকা বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, দ্রব্যমূল্যের জন্য বাংলাদেশে হরতাল হচ্ছে। আমরা দেখে এলাম ইউরোপে এক কেজি চাল বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকায়। এক লিটার ডিজেলের দাম ২২০ টাকা এবং এক লিটার সয়াবিন তেলের দাম ফ্রান্সের মার্কেটে ৩০০ টাকার ওপরে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিআইডব্লিউটিএর জন্য চারটি কাটার সাকশান ড্রেজার এবং মোংলা বন্দরের জন্য একটি বয়া লিফটিং জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের উদ্যোগে এই কাটার সাকশান ড্রেজার ও বয়া লিফটিং জাহাজ নির্মাণ করা হচ্ছে।
নৌপ্রতিমন্ত্রী বলেন, এটা অত্যন্ত আনন্দের যে আমরা বাংলাদেশে সব ধরনের নৌযান তৈরি করতে সামর্থ্য অর্জন করেছি। কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডে আমরা অনেকগুলো জাহাজ দেখলাম। যেই শিপইয়ার্ডগুলো থেকে বাংলাদেশ সরকার এ ধরনের ড্রেজার সংগ্রহ করছে। মোট ৩৫টি ড্রেজার আমাদের প্রকল্পের মধ্যে আছে।
তিনি বলেন, আমরা প্যাসেঞ্জার ভেসেল, ক্রুজ ভেসেল করছি। বাংলাদেশে আগে কখনো ক্রুজ ভেসেল ছিল না। এই প্রথমবারের মতো তিনটি ক্রুজ ভেসেল বিআইডব্লিউটিসি এই কর্ণফুলী শিপ বিল্ডার্সের মাধ্যমে নির্মাণ করছে। যেটা বাংলাদেশের বিরাট একটা অর্জন হতে যাচ্ছে। আমরা বাংলাদেশ এবং ভারতে ঢাকা-কলকাতা ক্রুজ চালু করেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, সেটা একটি লঞ্চ দিয়ে আমাদের চালু করতে হয়েছে। আমাদের কোনো ক্রুজ ছিল না। আমরা সেটা অর্জন করতে যাচ্ছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, গত পরশু আমরা ইউরোপ থেকে এসেছি। আমরা বেলজিয়াম, ফ্রান্স, লন্ডন গিয়েছিলাম। আমাদের সচিবসহ অন্য কর্মকর্তারা সেখানে ছিলেন। আমরা সেখানে দ্রব্যমূল্য দেখেছি। এপ্রিল মাসে ব্রিটিশ সরকার ৫৫ শতাংশ গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াবে। এরই মধ্যে এটি তারা ঘোষণা করেছে। আমরা ১৫ শতাংশ বৃদ্ধি করেছিলাম। সেখানে কত ধরনের সমালোচনা হয়েছে। এ কোভিড সমগ্র পৃথিবীকে উলটপালট করে দিয়েছে। শুধু বাংলাদেশের কিছু সমালোচক মনে করে পৃথিবীতে এত বড় মহামারি হয়নি। সমগ্র পৃথিবীর অর্থনীতি কোন জায়গায় চলে গেছে সেখানে বাংলাদেশের অর্থনীতি কিন্তু থেমে যায়নি।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, আমরা জানি জিনিসপত্রের দাম হুহু করে বেড়ে যাচ্ছে। যেই জিনিস আমরা ১০০ টাকায় কিনেছি, আন্তর্জাতিক বাজারে সেই জিনিসের দাম ৩০০ টাকা হয়ে গেছে। কিন্তু তারপরও আমাদের উৎপাদন, উন্নয়ন কাজ কোনো সেক্টরেই বন্ধ হয়নি। এটা সম্ভব হয়েছে শুধু আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা করছে বলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মেজবাহ উদ্দিন চৌধুরী ও মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডমিরাল মো. মুসা এবং অতিথি হিসেবে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী ও বিআইডব্লিটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।
মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এমএস