বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কে ঝরলো যুবকের প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৮ এপ্রিল ২০২২
শাহরিয়ার মিশাদ

লক্ষ্মীপুরের কমলনগরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহরিয়ার মিশাদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে তার সঙ্গে থাকা দুই বন্ধুও আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মুন্সিরহাট সংলগ্ন পন্ডিতের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার মিশাদ কমলনগরের চরজাঙ্গালীয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জাগো নিউজকে বলেন, বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে লক্ষ্মীপুরে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক মারা গেছেন। এ সময় তার দুই বন্ধু আহত হন।

কাজল কায়েস/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।