প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৮ এপ্রিল ২০২২
গ্রেফতার আফজাল খান

পটুয়াখালীর কলাপাড়ায় শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে আফজাল খান (৪৫) নামের এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কাংকুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলা সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী কিশোরীর বাবার সঙ্গে তার মায়ের ডিভোর্স হয়ে যায়। পরে সে তার মায়ের সঙ্গে নানাবাড়ি থকতো। আফজাল মেয়েটির সম্পর্কে চাচাতো নানা। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। তাই বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতেন।

স্ত্রী বাড়িতে একা থাকে বলে প্রায় সাত মাস আগে তার সঙ্গী হিসেবে ওই কিশোরীকে তাদের বাড়ি নিয়ে আসেন আফজাল।

গত বছরের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত সুযোগ বুঝে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন আফজাল। এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি-ধামকিও দেন তিনি।

তবে কিছুদিন পর মেয়েটির শারীরিক গঠন পরিবর্তন দেখে তার মায়ের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে মেয়েটি তার মাকে ঘটনার সবকিছু জানায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজকে আদালতে পাঠানো। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষা জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।