মুক্ত আকাশে উড়লো ২৩ ঘুঘু-টিয়া

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৫:২২ পিএম, ০৯ এপ্রিল ২০২২

পটুয়াখালীর কলাপাড়ায় বন্দিদশা থেকে ২০টি ঘুঘু, একটি শালিক ও দুইটি টিয়াসহ মোট ২৩টি পাখি উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নেওয়াপাড়া গ্রাম থেকে অ্যানিমেল লাভার অব কলাপাড়া শাখার সদস্যরা পাখিগুলো উদ্ধার করেন। এসময় পাখি শিকারি রাহাতুল ও জাহিদুল ইসলামকে আটক করা হয়।

jagonews24

পরে উপজেলা বন বিভাগের কাছে পাখিগুলো এবং ওই দুই শিকারিকে হস্তান্তর করেন তারা। বিকেল ৩টার দিকে উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম এসব পাখির প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করেন।

এসময় আর পাখি শিকার করবে না মর্মে মুচলেকা রেখে রাহাতুল ও জাহিদুলকে ছেড়ে দেওয়া হয়। পাখি অবমুক্তকালে উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভার অব কলাপাড়া শাখার সদস্য নজরুল, রাকায়েত, হাসান ও রাতুলসহ বন বিভাগের কর্মকর্তারা।

jagonews24

অ্যানিমেল লাভার অব কলাপাড়া শাখার সদস্য রাকায়েত জাগো নিউজকে বলেন, এর আগে আমরা একটি বানর পায়রা বন্দর এলাকা থেকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সবার উচিত বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা রাখা।

jagonews24

কলাপাড়া উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম জাগো নিউজকে বলেন, অ্যানিমেল লাভার অব কলাপাড়া শাখার সদস্যরা প্রশংসনীয় কাজ করেছে। আমরা তাদের সাধুবাদ জানাই। আমরা সবাইকে পাখি শিকার বন্ধে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। পাখি শিকার শাস্তিযোগ্য অপরাধ।

আসাদুজ্জামান মিরাজ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।