গোপনে বিক্রির সময় উদ্ধার হলো শিয়াল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:৪০ এএম, ১৩ এপ্রিল ২০২২

পটুয়াখালীর কলাপাড়ায় শিয়াল বিক্রির সময় উদ্ধার করে অবমুক্ত করেছেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী’র কলাপাড়া উপজেলা শাখার সদস্যরা। তবে এসময় বিক্রি করতে নিয়ে আসা ব্যক্তিকে পাওয়া যায়নি।

মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার উপজেলার শেখ কামাল সেতুর নিচে রাস্তার পাশ থেকে লুকানো অবস্থায় শিয়ালটিকে উদ্ধার করেন তারা।পরে জেলা বনবিভাগকে বিষয়টি অবহিত করে গভীর রাতে শিয়ালটিকে অবমুক্ত করা হয়।

অবমুক্তকালে উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী’র কলাপাড়া উপজেলা শাখার সদস্য রাকায়েত আহসান, নজরুল ইসলাম, ওমর আলী, হৃদয়, জীবন ও অন্তর।

গোপনে বিক্রির সময় উদ্ধার হলো শিয়াল

অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী’র কলাপাড়া উপজেলা টিমের সদস্য রাকায়েত আহসান জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শেখ কামাল সেতুর নিচে শিয়াল বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। ওই সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে শিয়ালটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। শিয়ালটিকে দিনের আলোয় অবমুক্ত করলে প্রাণনাশের আশঙ্কা থাকায় রাতেই বনে অবমুক্ত করি।

তিনি আরো জানান, বন্যপ্রাণী শিকার, বহন বা তাদের প্রতি অমানবিক আচরণ যে করা উচিৎ নয় এই তথ্যটি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে কাজ করছি আমরা।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।