ইটভাটায় অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:১২ পিএম, ১৭ এপ্রিল ২০২২
ইটভাটার শ্রমিকদের হামলায় ভেঙে গেছে ম্যাজিস্ট্রেটদের বহন করা গাড়ির গ্লাস

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ইটভাটায় অভিযান চালানোর সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা হয়েছে।

রোববার (১৭ এপ্রিল) বিকেলে ফতুল্লার চর রাজাপুর এলাকায় বক্তাবলী ব্রিক ফিল্ড অ্যান্ড মা ট্রেডার্স নামের ইটভাটায় এ ঘটনা ঘটে।

এসময় ইট-পাটকেল ছুড়ে ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ি ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেলে তিনজন পুলিশ নিয়ে জাকির হোসেনের মালিকানাধীন বক্তাবলী ব্রিক ফিল্ড অ্যান্ড মা ট্রেডার্স নামের ওই ইট ভাটায় আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার ও নুসরাত আরা খানম। এসময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা জাকির হোসেনকে ডেকে তার ইটভাটা পরিচালনার বৈধ কাগজপত্র দেখতে চান। জাকির হোসেন কাগজপত্র দেখাতে সময় চান। তবে তার কোনো কথা না শুনেই ভেকু দিয়ে ইটভাটা গুঁড়িয়ে দেওয়া শুরু হয়। এতে জাকির হোসেন বাধা দিলে তাকে ম্যাজিস্ট্রেটরা ধমক দেন।

jagonews24

এসময় জাকির হোসেন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। তখন ভাটার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটসহ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ম্যাজিস্ট্রেটদের বহন করা একটি গাড়ির গ্লাস ইটের আঘাতে ভেঙে যায়। এসময় ম্যাজিস্ট্রেটসহ পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ইটভাটার মালিক জাকির হোসেন জাগো ‍নিউজকে বলেন, ‘আমি ইটভাটা পরিচালনার জন্য বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, কলকারখানা ও ফায়ার সার্ভিসের লাইসেন্স নিয়েছি। স্থানীয় ইউনিয়ন পরিষদের ট্রেট লাইসেন্সও আছে। জেলা প্রশাসকের অনুমতির জন্য একটি আবেদন করেছি। তবে সেটা এখনো হাতে পাইনি। পাশাপাশি আমারটিসহ আশপাশের ২৩টি ইটভাটা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদন করা আছে। গত ১৬ মার্চ কাগজপত্র তৈরি করার জন্য আদালত আমাদের তিনমাসের সময় দিয়েছেন।’

তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত এসে আমাকে কোনো কাগজপত্র দেখানোর সুযোগ দেননি। আমার ধারণা, কোনো একটি পক্ষ ভ্রাম্যমাণ আদালতকে ভুল তথ্য দিয়ে আমার ইটভাটা ভাঙচুর করিয়েছে। এতে আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন নাহার বলেন, আমাদের একটি গাড়িতে ভাঙচুর করা হয়েছে। তবে কেউ আহত হননি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবো।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম বলেন, ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয় আমাদের কাছে কোনো তথ্য বা সহযোগিতা চাওয়া হয়নি। এ বিষয়ে আমার কিছু জানা নেই।

মোবাশ্বির শ্রাবণ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।