কিশোরকে পিটিয়ে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৪৪ এএম, ১৮ এপ্রিল ২০২২
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সজীব মিয়া (১২) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন তার বাবা। রোববার (১৭ এপ্রিল) সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (১৬ এপ্রিল) রাতে পারিবারিক কলহের জেরে সজীবকে বেধড়ক মারপিট করেন তার বাবা রুবেল। পুলিশ ও স্থানীয়রা জানয়েছেন, রুবেল মাদকাসক্ত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর গ্রামের আফজাল হোসেনের ছেলে রুবেল মাদকাসক্ত। প্রায়ই স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন তিনি। এ কারণে কয়েকদিন আগে স্বামী ও সন্তান রেখে বাবার বাড়ি চলে যান তার স্ত্রী। এ দম্পতির একমাত্র ছেলে সজীব তার দাদির কাছে থাকতো।

শনিবার রাতে পারিবারিক কলহের জেরে রুবেল তার ছেলে সজীবকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। মারধরের সময় রুবেল ছেলের পেটে একাধিক লাথি মারেন। এরপর থেকে অসুস্থ হয়ে পড়েন সজীব। রোববার তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। নাক ও কান দিয়ে রক্ত ঝরতে শুরু করে সজীবের। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ছেলের মৃত্যুর পর রুবেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

রাশেদুল ইসলাম রাজু/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।