তাসপিয়া হত্যা: প্রধান আসামির সহযোগী পলাশ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৬ এপ্রিল ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে শিশু তাসপিয়া হত্যা মামলার প্রধান আসামি রিমনের অন্যতম সহযোগী যোবায়ের বিন নিজাম ওরফে পলাশকে (২৩) গ্রেফতার করেছে ডিবি।

সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মো. সবজেল হোসেন হাজীপুর ইউনিয়নের ফুলতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার যোবায়ের বিন নিজাম ওরফে পলাশ বেগমগঞ্জ উপজেলার ১৪ নম্বর হাজীপুর ইউনিয়নের ফুলতলা গ্রামের মিজান ওরফে নিজামের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তাসপিয়া হত্যার প্রধান আসামি মামুন উদ্দিন রিমন গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে যোবায়ের বিন নিজাম ওরফে পলাশের সম্পৃক্ততার বর্ণনা দিয়েছেন। এ নিয়ে তাসপিয়া হত্যার ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হলো।

গত ১৩ এপ্রিল বিকেলে বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় বাবার কোলে থাকা শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া। গুলিবিদ্ধ হন শিশুটির বাবা সৌদি প্রবাসী মাওলানা আবু জাহেরও।

ঘটনার পরদিন ১৪ এপ্রিল তাসপিয়ার খালু হুমায়ুন কবির বাদী হয়ে রিমন, মহিন, বাদশাসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

এরআগে তাসপিয়া হত্যা মামলায় বেগমগঞ্জ থানা পুলিশ চারজনকে, র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয় প্রধান আসামি রিমনসহ পাঁচ জনকে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্রের জোগানদাতা জুয়েলকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে।

ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।