কুয়াকাটায় বৃষ্টি, পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৫ মে ২০২২

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটায় ঈদের তৃতীয় দিনেও হাজারো পর্যটকে মুখর। সকাল থেকেই মুখর হতে থাকা সৈকতে ছন্দ পতন ঘটিয়েছে বৃষ্টি। তাই নিরাপত্তার স্বার্থে পর্যটকদের নিরাপদে থাকতে বার বার মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ।

jagonews24

বৃহস্পতিবার (৫ মার্চ) সৈকতের জিরো পয়েন্টের দু-পাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে কানায় কানায় পূর্ণ হয় পর্যটকে। কিন্তু বেলা ১১টায় শুরু হয় মুষলধারে বৃষ্টি সঙ্গে উত্তাল ঢেউ। তাই নিরাপত্তার স্বার্থে মাইকিং করে পর্যটকদের তীরবর্তী এলাকায় ফিরতে বলা হচ্ছে।

jagonews24

এদিকে, বৃষ্টি পেয়ে অনেক পর্যটক উপভোগের জন্য সমুদ্রে মেতে ওঠে ঢেউয়ের তালে তালে। তবে বৃদ্ধ ও শিশুদের নিয়ে অনেকে হোটেলে ফিরে গেছেন।

ঢাকা থেকে আসা রাহুল জাগো নিউজকে জানান, বৃষ্টিতে ভিজে সৈকতে গোসল দারুন উপভোগ করছি।

jagonews24

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক এম এম মিজানুর রহমান জাগো নিউজকে জানান, ঈদের তৃতীয় দিনেও হাজারো পর্যটকের উপস্থিতি রয়েছে। কিন্তু হঠাৎ বৃষ্টি ও উত্তাল ঢেউয়ের কারণে আমাদের কয়েকটি টিম স্পিড বোড নিয়ে সমুদ্র গভীর এলাকায় থাকা পর্যটকদের নিরাপদে নিয়ে আসে। একই সঙ্গে মাইকিং করে পর্যটকদের নিরাপদে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।