দৌলতদিয়ায় বেড়েছে পণ্যবাহী ট্রাকের চাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:০১ এএম, ০৮ মে ২০২২

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কর্মস্থলমুখী যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা কমলেও বেড়েছে পণ্যবাহী ট্রাকের চাপ। ফলে মহাসড়কে প্রায় সাত কিলোমিটার যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

রোববার (৮ মে) সকাল ৮টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়ের কুষ্টিয়ামুখী আঞ্চলিক সড়কে এ চিত্র দেখা যায়। এরমধ্যে যাত্রীবাহী বাস, পচনশীল ও অপচনশীন পণ্যবাহী ট্রাক এবং কাভার্ডভ্যান রয়েছে। তবে গত কয়েকদিনের তুলনা কমেছে ঢাকামুখী যাত্রীবাহী বাস, ছোট গাড়ি ও মোটরসাইকেলের চাপ।

এদিকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মধ্যরাতে এসে এখনো ফেরির দেখা পাননি যাত্রী ও চালকরা। ফলে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ছেন বাসে থাকা নারী, শিশু ও বৃদ্ধরা। দুপুর পর্যন্ত যাত্রীবাহী বাসের চাপ স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।

raj-3.jpg

অন্যদিকে দীর্ঘ সময় অপেক্ষার পরও ফেরিতে উঠতে না পারায় পচনশীল পণ্যবাহী ট্রাকের চালকরা পড়েছেন বিপাকে। সময়মতো মালামাল পরিবহন করতে না পেরে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি পণ্য নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন। এ সময় তরমুজবাহী একটি ট্রাক থেকে পানিও পড়তে দেখা যায়।

তরমুজ ব্যবসায়ী বাবুল বলেন, বরগুনা থেকে ট্রাকে তরমুজ নিয়ে ঢাকায় যাচ্ছি। রাত ২টায় দৌলতদিয়া এলাকায় এলেও এখন পর্যন্ত ফেরি পাইনি। দুই লাখ টাকা মাল কেনা, এরওপর গাড়ি ভাড়া। এখন কী হবে বুঝতে পারছি না। এদিকে তরমুজও নষ্ট হচ্ছে।

আলমগীরসহ একাধিক ট্রাক চালক বলেন, তারা বরগুনাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় তরমুজ নিয়ে যাচ্ছেন। কিন্তু রাতে গোয়ালন্দ থেকে যানজট ঠেলতে ঠেলতে ঘাটের দিকে এসেছেন। তবে ফেরি ঘাট এখনো কয়েক কিলোমিটার দূরে। গরমে তরমুজ ফেটে পানি পড়ছে। সময়মত মাল না পেয়ে পার্টি রাগারাগি করছে।

raj-3.jpg

ঢাকামুখী যাত্রী নুরুল হক, মিকি, রাজুসহ অনেকে বলেন, দৌলতদিয়ায় ভোগান্তির কোনো শেষ নেই। দীর্ঘ আট ঘণ্টা ধরে ফেরির অপেক্ষায় আছি। গরম আর সহ্য হচ্ছে না। খাবার ও টয়লেটের ভালো ব্যবস্থা নেই। যে সময় হিসাব করে বাসা থেকে বের হয়েছি, সে হিসাবে যেতে পারছি না।

হানিফ এন্টারপ্রাইজের চালক আব্দুর রাজ্জাক বলেন, রাত ১টার দিকে এসে ৯টার দিকে ফেরি ঘাটের কাছাকাছি এসেছি। গরমে যাত্রীরা অতিষ্ঠ হয়ে উঠছে। ফেরি ভালোভাবে চললে এরকম সিরিয়ালে থাকতে হতো না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জাগো নিউজকে বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ২১টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া থেকে ৮ হাজার ৩৯০টি যানবাহন ফেরি পার হয়েছে।

রুবেলুর রহমান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।