বাউফলে ৬ হাজার লিটার তেল মজুত রাখায় জরিমানা ৫০ হাজার

পটুয়াখালীর বাউফল পৌরসভার বাজার সড়ক এলাকায় ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল মজুত রাখায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মূল্য তালিকা না টাঙানো ও লাইসেন্স না থাকার অপরাধে আরও দুই ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (১৪ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে পরিত্যক্ত জায়গায় ড্রামে ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল মজুত রাখার অপরাধে লোকনাথ ভান্ডারের ৫০ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা না টাঙানো ও লাইসেন্স না থাকার অপরাধে গৌতম সাহার ৫ হাজার টাকা এবং একই কারণে মা কালী ভান্ডারের ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইউএনও আল-আমিন জাগো নিউজকে বলেন, ২০০৯ সালের ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় এসব জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে খাদ্য সামগ্রী মজুত রেখে কৃত্রিম সংকট তৈরি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুস সালাম আরিফ/এসজে/জেআইএম