ব্রাহ্মণবাড়িয়া শহরে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:১২ এএম, ১৪ জুন ২০২২
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার (১৩ জুন) রাত পৌনে ১২টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস সরবরাহের ৬ ইঞ্চি মেইন পাইপ লাইন লিকেজ হয়ে যায়।

সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মৌলভী বাড়ি পাঠানপাড়া এলাকায় লাইনে এই লিকেজ হয়। রাতে এই কাজ শুরু করায় জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

বাখরাবাদ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিউল আলম জাগো নিউজকে জানান, কুমিল্লা থেকে টিম এসে সংযোগ মেরামতের কাজ করছে। তবে কখন গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে তা তিনি জানাতে পারেননি।

আবুল হাসনাত মো. রাফি/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।