ব্রাহ্মণবাড়িয়ায় জালভোট দেওয়ার অভিযোগে আটক ৩১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৫ জুন ২০২২
বিভিন্ন কেন্দ্র থেকে জালভোট দেওয়ার সময় আটক হন তারা

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে ৩১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (১৫ জুন) দুপুরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের তিনটি ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়৷

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জাগো নিউজকে জানান, জাল ভোট দেওয়ার অভিযোগে নারীসহ ৩১ জনকে আটক করা হয়েছে৷ এর মধ্যে ছোট হরণ ভোট কেন্দ্র থেকে সাতজন, কালিসীমা আব্দুল হক একাডেমি থেকে ১২ জন ও নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়ামিন হোসেন জাগো নিউজকে জানান, নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। এখানে জাল ভোট দেওয়ার সন্দেহে ১২ জনকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করা হচ্ছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।