চারদিন পর জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:২৫ এএম, ২০ জুন ২০২২

চারদিন বন্ধ থাকার পর শুরু হয়েছে জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল। সোমবার (২০ জুন) সকাল থেকে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

জৌকুড়া ঘাট ইজারাদারের প্রতিনিধি নুরুল ইসলাম জানান, পদ্মায় পানি বৃদ্ধির কারণে বৃহস্পতিবার থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়। এসময় ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় পদ্মা পাড়ি দিয়েছেন যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে দুটি ছোট ইউটিলিটি ফেরি চলাচল করে। ফেরিগুলো দিয়ে নির্দিষ্ট সময়ে কিছু যানবাহন ও যাত্রী পারাপার হয়। তাছাড়া এ রুটে সকাল থেকে সন্ধ‌্যা পর্যন্ত ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে যাত্রী পারাপার করা হয়। হঠাৎ পদ্মার পানি বাড়ায় জৌকুড়ার অস্থায়ী ফেরি ঘাট তলিয়ে যায়। ফলে বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল।

জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নওয়াজিস রহমান বিশ্বাস বলেন, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় জৌকুড়ার অস্থায়ী ঘাটের সংযোগ সড়ক ডুবে যায়। ফলে বৃহস্পতিবার থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে জৌকুড়ার পুরাতন ঘাটটি পুনরায় স্থাপনের পর সংযোগ সড়ক ঠিক করে ফেরি চলাচল শুরু হয়।

রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।