বিদ্যুতের ৯ কোটি টাকা বকেয়া পরিশোধ করলো সিসিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২২ জুন ২০২২

বকেয়া ৯ কোটি টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বুধবার (২২ জুন) নগর ভবনে মেয়র আরিফুল হক চৌধুরী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) কর্মকর্তাদের কাছে চেক হস্তান্তর করেন।

সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দাখিল করা প্রায় ২০ কোটি টাকার বকেয়া বিলের মধ্যে ৮ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৭৮১ টাকা ৯২ পয়সা পরিশোধ করেছে সিসিক।

তবে এই বিদ্যুৎ বিলে আপত্তি আছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘মিটার না দেখেই বিউবো গড় বিল দিয়েছে। এতে আমাদের জোর আপত্তি আছে। এছাড়া বিলম্ব বিল প্রদানের জন্য আরও ৪-৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা আমরা দিতে চাই না। কিন্তু স্থানীয়ভাবে বিউবো জরিমানার এ টাকা বাদ দিতে পারে না। তাই আমরা এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে এ দুই বিষয়ে আপিল করবো।’

বিদ্যুৎ বিলের চেক হস্তান্তরের সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, পিডিবির ডিভিশন-১ নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, পিডিবির ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শাসম আরেফিন, প্রকৌশলী শ্যামল কান্তি দাস, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী শাসছুল হক পাঠোয়ারী, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, হিসাবরক্ষণ কর্মকর্তা আনম মনছুফ, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ছামির মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।