জনসভায় আসা মানুষদের আনন্দ দিতে পদ্মায় নৌকাবাইচ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাদারীপুরে শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটের জনসভাস্থলে বইছে মানুষের জোয়ার। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিলাসবহুল লঞ্চ, ট্রলার ও নৌকায় জনসমাবেশস্থলে আসেন হাজার হাজার মানুষ।
এদিকে জনসভাস্থলে আসা মানুষদের আনন্দ দিতে পদ্মা নদীতে নৌকাবাইচের আয়োজন করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শনিবার (২৫ জুন) বেলা ১১টার দিকে সুসজ্জিত ছয়টি নৌকা দিয়ে বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় এ বাইচ শুরু।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে মানুষের মধ্যে বইছে উদ্দীপনা আর উৎসব। নানা রং-ঢংয়ে সজ্জিত হয়ে সমাবেশে আসছেন সাধারণ মানুষ। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে বিআইডব্লউটিএর পক্ষ থেকে নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। ছয়টি নৌকা দিয়ে চলে এ প্রতিযোগিতা। মূলত দর্শনার্থীদের আনন্দ দিতেই এ আয়োজন।
মানিকগঞ্জ থেকে আসা বাইচ নৌকার মালিক হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, ‘আমরা একটি নৌকায় ৬০ জন করে মাঝি নিয়ে এসেছি। ছয়টি নৌকা দিয়ে নদীতে প্রতিযোগিতা করছি। আমরা আনন্দিত। সেতুর উদ্বোধনকে ঘিরে উৎসবে অংশ নিয়েছি আমরাও।’
বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর সড়ক পথ রোববার (২৬ জুন) ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচল শুরু হবে।
২০০১ সালের ৪ জুলাই স্বপ্নের পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালের নভেম্বরে নির্মাণকাজ শুরু হয়। দুই স্তরবিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাসের এ সেতুর ওপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে।
পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীর অববাহিকায় ৪২টি পিলার ও ১৫০ মিটার দৈর্ঘ্যের ৪১টি স্প্যানের মাধ্যমে মূল অবকাঠামো তৈরি করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৬.১৫০ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার।
পদ্মা সেতু নির্মাণে খরচ হয়েছে ৩০ হাজার কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন-ভাতা ইত্যাদি।
বাংলাদেশের অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী, সেতু নির্মাণে ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা ঋণ দেয় সরকার। ১ শতাংশ সুদ হারে ৩৫ বছরের মধ্যে সেটি পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ।
৬ দশমিক ১৫ কিলোমিটার স্বপ্নের কাঠামো নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
এন কে বি নয়ন/এসজে/এমএস