আইনমন্ত্রীকে নিয়ে কটূক্তি, নুরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ০২ জুলাই ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদে ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মো. মনির খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি আইনে ভিপি নুরের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেফতার করতে হবে। ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছেন তারাই পদ্মা সেতুর বিরোধিতা করছেন। পদ্মা সেতুর বিরোধিতাকারীদের নব্য রাজাকার আখ্যা দিয়ে বিচারের আবেদন জানাই।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।