রাজশাহী মেডিকেলে করোনা-উপসর্গে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ১০:৫৭ এএম, ২৪ জুলাই ২০২২
ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

মৃতরা হলেন- রাজশাহীর বোয়ালিয়া থানার বাসিন্দা রোজলি (৮২), মতিহার থানার বাসিন্দা চম্পা (৪০), ও নাটোরের বাসিন্দা আব্দুর রাজ্জাক।

রামেক হাসপাতালের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আরটি–পিসিআর ল্যাবে ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা নেগেটিভ আসে ৩৫ জনের শরীরে।

এনায়েত করিম/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।