নারায়ণগঞ্জে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে নারায়ণগঞ্জে প্রতিবাদ সমাবেশ করেছে খেলাফত মজলিসের নেতাকর্মীরা। শনিবার (৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের সভাপতিত্বে সমাবেশে জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ মুহাম্মাদ আওলাদ, বায়তুলমাল সম্পাদক মাইদুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদ হাসান ও ছাত্র মজলিসের মহানগর সভাপতি শরীফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মহানগর খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় বক্তারা বলেন, দেশের বেশিরভাগ খেটে খাওয়া মানুষ। তারা কী করে বাঁচবে। জ্বালানি তেলের অস্বাভাবিক বৃদ্ধির কারণে সবকিছুর দাম বেড়ে যাবে। মানুষের বাঁচার কোনো উপায় নেই।
মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/এএসএম