নারায়ণগঞ্জে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ০৮ আগস্ট ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, লোডশেডিং ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেছেন খেলাফত মজলিসের নেতারা।

সোমবার (৮ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার এমএস টাওয়ারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সবকিছুর মূল্যবৃদ্ধি পাওয়ার কারণে দেশের সাধারণ মানুষ খুব কষ্টে জীবনযাপন করছেন। আপনারা (সরকার) যদি জ্বালানি তেল ও বিভিন্ন দ্রব্যের দাম না কমান তাহলে আমরা শিগগির বড় আন্দোলনের ডাক দেবো। বারবার লোডশেডিংয়ের কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আপনারা কিছুদিন আগে বলছিলেন আমাদের নাকি ছয় মাসের জ্বালানি তেল মজুত রয়েছে। তাহলে হঠাৎ কেন জ্বালানি তেলের দাম এত বৃদ্ধি পেলো? এতে মধ্যবিত্ত ও গরিব মানুষের বেঁচে থাকা অসহনীয় হয়ে পড়েছে।’

এ সময় জনজীবনে স্বস্তি ফেরাতে অবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমানোর দাবি জানান তারা।

সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি ইব্রাহিম আদনানের সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুকের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি হোসাইন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এমদাদুলাহ।

রাশেদুল ইসলাম রাজু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।