সরকারি নির্দেশনা অমান্য

ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৮:২৯ পিএম, ১০ আগস্ট ২০২২
ফাইল ছবি

দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে সরকার। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। গত পাঁচদিনে ব্রাহ্মণবাড়িয়া শহরে ১৪টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন সূত্রে এতথ্য জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্থানীয় সরকার ও জেএম শাখা) ফয়সাল আহমেদ জাগো নিউজকে জানান, গত ২০ জুন বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখতে নির্দেশনা জারি করা হয়। এ নির্দেশনা বাস্তবায়ন করতে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। নির্দেশনা যারা অমান্য করছেন, তাদের প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।

তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখায় ৪-৮ আগস্ট পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া শহরে ১৪টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরমধ্যে ৪ আগস্ট চারটি, ৫ আগস্ট একটি, ৬ আগস্ট তিনটি, ৭ আগস্ট দুটি এবং ৮ আগস্ট চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসনের এ সহকারী কমিশনার।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।