শোক দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

ময়মনসিংহে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে পড়ে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত হোসেন সুজন (৪০) মারা গেছেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাখাওয়াত হোসেন জেলার তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের খিচা এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জাতীয় পরিষদের সদস্য ছিলেন।
সোমবার (১৫ আগস্ট) সকালে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে ওঠার আগে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন সাখাওয়াত হোসেন।
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
সাখাওয়াত হোসেনের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার সকালে শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে মোটরসাইকেলে চড়ে শহরের দিকে যাচ্ছিলেন সাখাওয়াত। পথে পাটগুদাম ব্রিজ মোড়ে ওঠার আগে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মঞ্জুরুল ইসলাম/এসআর/জেআইএম