ওসমানীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিলেটের ওসমানীনগরে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের কাশিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুর নাম চিত্র দিপ। সে ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও তাজপুর ইউপির কাশিপাড়া গ্রামের চঞ্চল পালের ছেলে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, বাড়ির লোকজনের অগোচরে শিশুটি পুকুর ঘাটে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধারের পর স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা ময়নাতদন্ত ছাড়া দাফন করার আবেদন করলে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।
ছামির মাহমুদ/আরএইচ/এএসএম