মেয়াদোত্তীর্ণ কেমিক্যালে পরীক্ষা, হাসপাতালের জরিমানা ৫০ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২

নোয়াখালীতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট (কেমিক্যাল) ব্যবহার করে প্যাথলজি পরীক্ষার অভিযোগে একটি বেসরকারি হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মাইজদীর হাসপাতাল রোডের জননী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

তিনি জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন থেকে স্বাস্থ্য পরীক্ষার নামে অনিয়মের অভিযোগ পাওয়া যাচ্ছিল। সোমবার জননী জেনারেল হাসপাতালে গিয়ে তাদের প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে বিভিন্ন পরীক্ষা করার প্রমাণ মেলে। পরে তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।