সোনাইমুড়ীতে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
নোয়াখালীতে লাল-সবুজ বাসের ধাক্কায় সোনাইমুড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ সিকদার (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌরসভার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাংবাদিক খোরশেদ সিকদার সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আনন্দিপুর গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক দিনকাল ও জবাবদিহি পত্রিকার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি।
স্থানীয় সাংবাদিক মো. মাহাবুর আলম জাগো নিউজকে বলেন, খোরশেদ সিকদার মঙ্গলবার সন্ধ্যায় চাষিরহাট এলাকায় একটি সংবাদ সম্মেলনে যাচ্ছিলেন। রামপুর এলাকায় পৌঁছলে লাল-সবুজ পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বজরা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে সাংবাদিকসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ রাতে জাগো নিউজকে বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাসটি জব্দ করে থানায় রাখা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম