নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক

ডিবি অভিযানে আটক কিশোরগ্যাং সদস্যরা
নোয়াখালীতে সার্বিক আইনশৃঙ্খলা উন্নতির লক্ষ্যে চিরুনি অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার মাইজদীর বিভিন্ন জায়গায় এ অভিযান চালানো হয়। এদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আটকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। এদের ব্যাপারে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস