বৃত্তি পেলেন বিসিএস ক্যাডার হতে চাওয়া ১৮ মেধাবী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২

নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী সরকারি সালেহ আহম্মেদ কলেজে ‘আমিও বিসিএস ক্যাডার হবো’ শীর্ষক সেমিনারে ১৮ জন মেধাবীকে বৃত্তি দেওয়া হয়েছে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে রোববার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে এ বৃত্তি দেওয়া হয়।

jagonews24

এতে অধ্যাপক মো. আবুল বাসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনজুরুল হক। প্রধান আলোচক ছিলেন শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।

বেলাল হোসাইন চৌধুরী তার বক্তব্যে বলেন, যেকোনো কাজের জন্য কর্মপরিকল্পনা অনেক জরুরি। সব ক্ষেত্রে পরিকল্পনা হতে হবে সময়ভিত্তিক। নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। খারাপ বিষয়কে দৃঢ়ভাবে না বলা শিখতে হবে। নিজের দুর্বলতা নিয়ে আত্মসমালোচনা করতে হবে। আগামী পাঁচ বছরে নোয়াখালী থেকে ২০০ বিসিএস ক্যাডার বের হবে বলেও আশা করেন তিনি।

jagonews24

অধ্যাপক মো. আবুল বাসার জাগো নিউজকে বলেন, দেশের স্বার্থে অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখানো হয়েছে। এ সময় ১৮ জন মেধাবীকে বাচাই করে ছয় হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে।

সাংবাদিক সাইফুর রহমান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাইফ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. মো. আবু তাহের, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. কফিল উদ্দিন, লালমাটিয়া মহিলা কলেজের সহযোগী অধ্যক্ষ নিলুফার শাহজাহান।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।