মেহেন্দীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল খালেক নামে এক বৃদ্ধ (৬৫) নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খালেক উপজেলার রাগুয়া গ্রামের বাসিন্দা।

উপজেলার কাজীরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, রতনপুর গ্রামের কালু সিকদারের ছেলে আফজাল সিকদার বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী খালেককে ধাক্কা দেয়।

পরে গুরুতর অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আফজালকে আটকে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সাইফ আমীন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।