বান্দরবানে পর্যটকদের ঢল, কক্ষ খালি নেই হোটেল-মোটেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৬ অক্টোবর ২০২২

শারদীয় দুর্গাপূজা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে টানা সরকারি ছুটিতে বান্দরবানে পর্যটকদের ঢল নেমেছে। এরই মধ্যে বেশিরভাগ আবাসিক হোটেলগুলোতে শতভাগ বুকিং শেষ হয়েছে। ফলে নতুন করে বুকিং পাচ্ছেন না অনেকে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) আবাসিক হোটেল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এতথ্য জানা গেছে।

সরেজমিন কয়েকটি হোটেল রিসোর্টে দেখা যায়, কেউ কেউ হোটেলের কক্ষ ছাড়ছেন। আবার কেউবা পরিবার-পরিজন নিয়ে কক্ষে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে আগাম বুকিং না দিয়ে যারা এসেছেন তারা এক হোটেল থেকে অন্য হোটেলে ঘুরছেন কক্ষ বুকিং নিতে।

jagonews24

স্থানীয়রা জানান, পর্যটননগরী বান্দরবানে সারা বছরই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজার হাজার পর্যটক। তবে সরকারি বিশেষ ছুটির দিনে পর্যটকদের সংখ্যা বাড়ে কয়েকগুণ। নতুন নতুন পর্যটন কেন্দ্র উন্মোচনের পাশাপাশি বাড়ছে হোটেল রিসোর্টও। তবুও আবাসন সংকটে অনেককে রাস্তা ও গাড়িতে রাতযাপন করতে হয়।

নোয়াখালীর মাইজদী থেকে পরিবার নিয়ে ভ্রমণে আসা জিকু বলেন, বান্দরবান ভ্রমণে এসে যে কয়েকটি স্পট ঘুরে দেখেছি তার সবকটিই ভালো লেগেছে। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থার কথা না বললেই নয়। তবে গাড়ি ভাড়া অন্য এলাকা থেকে একটু বেশি মনে হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হোটেল হিল ভিউ, হোটেল হিল্টন, হোটেল গ্র্যান্ড ভ্যালি ও লাবাতং হিল রিসোর্টসহ প্রায় সব হোটেল-মোটেল ও রিসোর্টের কক্ষ ৬ ও ৭ অক্টোবরের জন্য সম্পূর্ণ বুকিং নিয়েছেন ভ্রমণপ্রত্যাশীরা।

jagonews24

লাবাতং হিল রিসোর্টের সহকারী ব্যবস্থাপক ফাহাদ সাদিক জানান, ৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত রিসোর্টের সব কক্ষ বুকিং হয়ে গেছে। ১৫ অক্টোবর পর্যন্ত রিসোর্টের সব কক্ষ বুকিং থাকবে বলে জানান তিনি।

হোটেল গ্র্যান্ড ভ্যালির ম্যানেজার মো. সুমন জানান, সরকারি ছুটি উপলক্ষে বান্দরবানে পর্যাপ্ত পর্যটক এসেছেন। ফলে আজ ও আগামীকালের জন্য হোটেলের সক কক্ষ বুকিং নিয়েছেন ভ্রমণপ্রত্যাশীরা।

একই কথা বলেন হোটেল হিল্টনের ম্যানেজার আক্কাস উদ্দীন। হোটেল গার্ডেন সিটির মালিক মো. জাফর জানান, ৮ অক্টোবর পর্যন্ত সব কক্ষ বুকিং রয়েছে।

বান্দরবান হোটেল-মোটেল ও রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, বান্দরবানে পাঁচ হাজারের বেশি পর্যটকের ধারণক্ষমতা রয়েছে। ফলে নতুন ভ্রমণপ্রত্যাশীদের আবাসন সংকট দেখা দেওয়ার তেমন কোনো আশঙ্কা নেই।

jagonews24

বৃহস্পতিবার সকাল থেকে ২০০ পর্যটকবাহী ট্যুরিস্ট গাড়ি বিভিন্ন পর্যটন স্পটের উদ্দেশে স্টেশন ছেড়ে গেছে বলে জানান বান্দরবান জিপ-মাইক্রোবাস মালিক সমিতির কাউন্টারের দায়িত্বে থাকা মো. ফখরুল।

নীলাচল পর্যটন কেন্দ্রের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা আদিব বড়ুয়া বলেন, বুধবার (৫ অক্টোবর) আড়াই হাজারের বেশি পর্যটকের আগমন ঘটেছিল।আজও মোটামুটি আগমন ঘটছে।

বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, বর্তমানে বান্দরবানে যথেষ্ট সংখ্যক পর্যটক রয়েছেন। তাদের সুরক্ষায় প্রত্যেকটি পর্যটন স্পটে পোশাকধারী পুলিশের সঙ্গে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করছেন।

নয়ন চক্রবর্তী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।