রাজশাহীতে কিশোর গ্যাং লিডার অনিক গ্রেফতার

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার অনিক ইসলামকে (১৯) গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
বুধবার (১২ অক্টোবর) দিনগত রাতে নগরীর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অনিক নগরীর শিরোইল রেলস্টেশন সংলগ্ন স্টেশন পাড়ার মৃত সাইফুল ইসলামের ছেলে।
বোয়ালিয়া মডেল থানার ইনচার্জ মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অনিকের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে তোলা হয়েছে।
এসআর/এমএস