মা ইলিশ রক্ষায় অভিযান
শরীয়তপুরে নৌ-পুলিশের ওপর হামলা, আহত ৮
শরীয়তপুরের নড়িয়ায় মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে নৌ-পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় নৌ-পুলিশসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার চরাত্রা ইউনিয়নের বালুরটেক এলাকার পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আবু আব্দুল্লাহ, এএসআই বেলাল, কনস্টেবল আশিষ কুমার দাশ, ইকবাল হোসেন, আব্দুল হান্নান, স্পিডবোটচালক সেলিম, বিপ্লব, লেবার সোহাগ হোসেন।
সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আবু আব্দুল্লাহ জানান, শনিবার সকাল ৮টার দিকে একটি স্পিডবোট ও একটি ট্রলারসহ ১৪ জনকে নিয়ে মেঘনা নদীতে অভিযানে নামেন নৌ-পুলিশ। দুপুর ১২টার দিকে পদ্মা নদীর চরাত্রা ইউনিয়নের বালুরটেক এলাকায় গেলে ট্রলারে থাকা সংঘবদ্ধ জেলেরা হামলা চালায়। তারা ইটপাটকেল ও দেশিয় অস্ত্র ও বাঁশ ছোড়েন। হামলায় আটজন আহত হয়। পরে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের চিকিৎসা দেওয়া হয়।
নৌ-পুলিশের (হেড কোয়ার্টার) অতিরিক্ত পুলিশ সুপার দীন আলম বলেন, সকাল থেকে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালানো হয়। এতে জেলেরা ক্ষুব্ধ হয়ে হামলা চালায়।
নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ পারভেজ বলেন, ইলিশের প্রজনন মৌসুম এখন। এসময় মা ইলিশ মিঠা পানিতে ডিম ছাড়ে। এ কারণে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মো. ছগির হোসেন/আরএইচ/এমএস