টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ৩টি দোকান ভস্মীভূত


প্রকাশিত: ০৬:২২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

টাঙ্গাইলের এলেঙ্গা বাজারে তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৩টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস এর উপ-সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মোহাম্মদ ছাইদুল্লাহ জানায়, সকালে বাজারের একটি তুলার গোডাউনে  বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পাশের আরও দুইটি দোকানে আগুন ছড়িয়ে পরে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভাতে চেষ্টা করে পরে ফায়ার সার্ভিসে খবর দিলে টাঙ্গাইল এবং ভূয়াপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান তিনি।  

ক্ষতিগ্রস্তরা জানান, সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে তিনটি দোকানে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।