রাজশাহীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৯:২১ পিএম, ২৯ অক্টোবর ২০২২
ফাইল ছবি

রাজশাহীর পবা উপজেলায় বালুভর্তি ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার মদনহাটি এলাকার আমান কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাগমারা উপজেলার লাউপাড়া গ্রামের পরেশের ছেলে আলাল (৪৫) ও একই উপজেলার চান্দের আড়া গ্রামের রঘুনাথের ছেলে রমেশ (৪৫)। নিহত আলাল স্থানীয় একটি এনজিও চালাতেন। আর রমেশ গরুর খাবারের ব্যবসা করতেন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নওগাঁর উদ্দেশ্যে দুইজন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেল থেকে তারা রাস্তার ওপর পড়ে যান। ঠিক এমন সময় বালুভর্তি একটি ট্রাক তাদের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।