মজা করতে ৯৯৯ নম্বরে কল, নোয়াখালীতে গ্রেফতার যুবক
নোয়াখালী সদরে ৯৯৯ নম্বরে কল করে মিথ্যা তথ্য দেওয়ায় আনোয়ার হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) ভোরে দক্ষিণ শুল্লকিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (১১ নভেম্বর) রাতে ৯৯৯ নম্বরে কল করে আনোয়ার হোসেন বলেন, তার স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন। পরে সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈন উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাননি।
নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, আনোয়ার হোসেন স্বীকার করেছেন মজা করতে ৯৯৯ নম্বরে কল করেছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করায় আনোয়ার হোসেনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম