প্রিজনভ্যান থেকে পালানো রোহিঙ্গা যুবক অস্ত্রসহ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:০১ পিএম, ১৯ নভেম্বর ২০২২

কক্সবাজারের উখিয়া থেকে আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান থেকে পালিয়ে গিয়েও রক্ষা পেলেন না অস্ত্র মামলার আসামি রোহিঙ্গা যুবক মজিবুল আলম মজিয়া (২৮)। শুক্রবার (১৮ নভেম্বর) শেষ রাতে উখিয়ার টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

গ্রেফতার মজিয়া উখিয়া কুতুপালং ক্যাম্প-২ ব্লক/ডি-১৩ এর দীন মোহাম্মদের ছেলে। গত ২২ অক্টোবর বিকেলে টেকনাফ-কক্সবাজার সড়কের রামু সেনানিবাস এলাকা থেকে বমি করা ও প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে পুলিশের প্রিজনভ্যান থেকে নেমে পালিয়ে গিয়েছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মজিয়া পালিয়ে যাওয়ার পর সেদিন প্রিজনভ্যানে দায়িত্বে থাকা পুলিশের পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়। এছাড়া পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নির্দেশে তাকে গ্রেফতারে থানা পুলিশ মাঠে তৎপরতা শুরু করে। শুক্রবার রাতে মজিয়ার অবস্থান জানতে পেরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টিভি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।

ওসি আরও বলেন, গ্রেফতার রোহিঙ্গা মজিবুল আলম মজিয়ার বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

গত ২২ অক্টোবর উখিয়া থানা থেকে প্রিজনভ্যানে করে ১২ আসামিকে আদালতে নেওয়ার পথে রামু সেনানিবাস পর্যন্ত এসে হঠাৎ এক আসামি বমি করার কথা বলে পুলিশের সহায়তা চান। এসময় তালা খুলে পলিথিন দিতে গেলে সেই সুযোগে গ্রেফতার রোহিঙ্গা মজিয়া পালিয়ে যান।

সায়ীদ আলমগীর/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।