নোয়াখালীতে ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ২০ নভেম্বর ২০২২

নোয়াখালীর সুবর্ণচরে কক্সবাজার ক্যাম্প থেকে পালিয়ে আসা তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ৬৫০ পিস ইয়াবা ও নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়।

রোববার (২০ নভেম্বর) ভোরে সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের চরবাটা ভূঁইয়ারহাটের কলনী রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন কক্সবাজার কুতুপালংয়ের ৬ ও ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা বদিউল আলমের ছেলে মো. রফিক (৩৮), মৃত আবদুস শুক্কুরের স্ত্রী সেতারা বেগম (৫০) ও আবদুল করিমের ছেলে নুর কবির (২৫)। তাদের বিরুদ্ধে চরজব্বার থানায় মামলা করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, ভোর সোয়া ৪টার দিকে চরবাটার ভূঁইয়ারহাট এলাকায় টহল পুলিশ ওই তিনজনকে তল্লাশি করে। এ সময় তাদের কাছে ইয়াবা ও নগদ টাকা পাওয়া যায়। পরে তারা সবাই রোহিঙ্গা বলে স্বীকার করেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।