নোয়াখালীতে অস্ত্রসহ ৪ যুবক আটক
নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রধারী চার যুবককে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি করে এলজি, পাইপ গান ও কার্তুজ জব্দ করা হয়েছে।
শনিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ওই গ্রামের গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে মো. আব্দুল হান্নান (২৫), মৃত আবুল বাশারের ছেলে মো. ইমাম হোসেন দুখু (২২), চৌমুহনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত নুর ইসলামের ছেলে মো. আব্দুর রহমান (২২) ও মো. আবুল খায়েরের ছেলে মো. সাইফুল ইসলাম সুজন (২৫)।
র্যাব-১১ এর নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ চার যুবককে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আসামিরা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা, মারামারিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস