প্রধানমন্ত্রীকে কটূক্তি মামলায় যুবক গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় এস এম রাব্বি (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ নভেম্বর) দিনগত রাতে ফরিদপুর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার রাব্বি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দারাপেরডাঙ্গি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, গত ২১ জুন ফেসবুকের একটি পোস্টে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন রাব্বি। এতে মানুষের মাঝে প্রতিক্রিয়া ও বিদ্বেষ সৃষ্টি হয়। থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার উপক্রম হয়। পরে ২৭ জুন পুলিশ বাদী হয়ে ওই যুবকের নামে গোয়ালন্দ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। রোববার ফরিদপুর সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রুবেলুর রহমান/এসআর/এএসএম