যাত্রী সংকটে রংপুর-ঢাকা রুটে বাস চলাচল সীমিত

যাত্রী সংকটে রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল সীমিত হয়ে পড়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল থেকে অর্ধেকে নেমে এসেছে বাসের সংখ্যা। যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর পাচ্ছেন কাঙ্ক্ষিত বাসের দেখা।
সরেজমিনে দেখা যায়, স্ট্যান্ডে সারিবদ্ধভাবে রাখা হয়েছে বাসগুলো। বেলা ১১টা পর্যন্ত যাত্রী কম নিয়ে বিভিন্ন পরিবহনের কয়েকটি বাস ছেড়ে গেছে।
ডিপজল এন্টারপ্রাইজের ম্যানেজার শাহ আলম জাগো নিউজকে বলেন, যাত্রী না থাকায় বাস চলাচল সীমিত রয়েছে। সকাল থেকে একটি বাস রংপুর থেকে ঢাকা ছেড়ে গেছে। অন্যদিন ২-৩টি গাড়ি ছেড়ে যেত।
রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ থেকে আসা যাত্রী মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, ঢাকা যাওয়ার জন্য বুধবার টিকিট কাটি। কিন্তু এখন পর্যন্ত বাসের দেখা পাইনি।
শ্যামলী পরিবহনের সহকারী আসলাম বলেন, অন্যান্য দিন এ সময়ে ৫-৬টি বাস ছেড়ে গেলেও আজ মাত্র একটি বাস ছেড়ে গেছে। যাত্রী না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
শাহ ফতেহ আলী পরিবহনের সহকারী ম্যানেজার স্বপন মিয়া বলেন, গত ৩-৪ দিন থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ কয়দিন বাস চলাচল স্বাভাবিক থাকলেও আজ একেবারেই যাত্রী সংখ্যা কমে গেছে। ফলে ৫-৭ জন যাত্রী নিয়ে বাস ছেড়ে যাওয়া সম্ভব না।
আরএইচ/জিকেএস