মির্জাপুরে ৫ নারী পেলেন জয়িতা পুরস্কার

ক্রেস্ট নিচ্ছেন লতা বেগম
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দেওয়া হয়েছে। বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান।
পাঁচ নারী হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শাহানাজ পারভীন হেলেন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে উর্মিলা পাল, সফল জননী হিসেবে লতা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা হালিমা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য পারুল আক্তার।
এস এম এরশাদ/এসজে/এএসএম