বিএনপি ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির সাতজন এমপি পদত্যাগ করলেও সংসদের কোনো ক্ষতি হবে না। সংসদে বিরোধী দল বিএনপি না, বিরোধী দল জাতীয় পার্টি। তারা এর আগেও ছিল না, তাতে সংসদের কোনো ক্ষতি হয়নি।
রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল হানাদারমুক্ত দিবসের আলোচনা সভায় যোগদানের আগে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সংসদে বিরোধী দল থাকে, থাকা দরকার। কিন্তু এখানে তারা না থাকলে কিছুই করার নেই। সুতরাং তারা সংসদে থাকলো কি না থাকলো তাতে কিছু যায় আসে না। ওই সাতজন এমপি না থাকলে এক বছরে দেশের তেমন কোনো ক্ষতি হবে না, মানুষেরও কোনো ক্ষতি হবে না।

বিএনপির ১০ দফা দাবি প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, তাদের এমন দাবি বহু পুরাতন। তারা ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে। দেশ চলবে সংবিধান অনুযায়ী। সংবিধানের বাইরে সরকার চাইলেও কিছু করতে পারবে না।
পরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও টাঙ্গাইল পৌরসভার যৌথ উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যানে হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
উদ্বোধক ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন প্রমুখ।
আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস