হিলিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২

পৌষের শুরুতেই দিনাজপুরের বিরামপুর উপজেলা ও হিলির বেশ কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। ফলে শীতের তীব্রতা বেড়েছে।

সোমবার (২৬ডিসেম্বর) সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সাড়ে ৮টায় থামলেও বেলা সাড়ে ১১টার দিকে ফের বৃষ্টি নামে। চলে আধাঘণ্টা।

বিরামপুর পলিখাপুর এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, আমার তিন বিঘা জমিতে সরিষা সেচ দেওয়ার জন্য চারজন শ্রমিক প্রস্তুত করে রেখেছিলাম। সকালে বৃষ্টি দেখে ভালোই লাগলো। আমার সেচের টাকা বেঁচে গেলো। আমার অনেক উপকার হলো।

মাধবপাড়া গ্রামের জাহিদ ইকবাল রানা বলেন, আমার কয়েক বিঘা জমিতে আলু চাষ করেছি। এখনো বিঘা দেড়েক জমির আলু তুলতে পারিনি। বৃষ্টি হওয়ায় পোকার আক্রমণ হতে পারে। তাই নতুন করে কীটনাশক ব্যবহার করতে হবে।

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল জাগো নিউজকে বলেন, এ সময়ের বৃষ্টি কৃষিতে সবজির কিছুটা ক্ষতি হবে।

মো. মাহাবুর রহমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।