দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আড়াই ঘণ্টা পর চালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০১:১৭ পিএম, ১০ জানুয়ারি ২০২৩

টাঙ্গাইলের ঘাটাইলে সিমেন্ট ও বালুবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জলিল (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে চালক-হেলপারসহ আরও ৩ জন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোর ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক জলিল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা বনগাঁও হতিগ্রামের মো. আজবার আলীর ছেলে। তিনি সিমেন্টবাহী ট্রাকের চালক ছিলেন।

jagonews24

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় তিন ট্রাকের সংঘর্ষ, চালক নিহত

স্থানীয়রা জানান, ভোরে সিমেন্টবাহী ট্রাকটি ময়মনসিংহ যাচ্ছিল। পথে হরিপুর স্কুলের সামনে এলেঙ্গাগামী অপর একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিমেন্টবাহী ট্রাকচালক মারা যান। এ ঘটনায় বালুবাহী ট্রাকচালকসহ দুই ট্রাকের তিনজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকের ভিতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সিমেন্টবাহী ট্রাকচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা ঘাটাইল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন।

আরিফ উর রহমান টগর/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।