চলতি বছর ১৫ লাখ কর্মী বিদেশ পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৩
গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ

এ বছর গ্রীস, রোমানিয়া, ইতালি, মাল্টা, মালয়েশিয়াসহ বেশ কয়েকটি দেশে প্রায় ১৫ লাখ কর্মী পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেন, নতুন নতুন শ্রমবাজারে প্রবেশের প্রক্রিয়াও চলছে। আসছে ফেব্রুয়ারিতে লিবিয়াতে গিয়ে চুক্তি করবো।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: ২৫ বছরে প্রায় ৪ লাখ নারী কর্মী বিদেশে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর ডিসেম্বরে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর চুক্তি হয়েছে। শিগগির মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আসছেন। এরপরই চুক্তি বাস্তবায়নের কাজ শুরু হবে। মালয়েশিয়ায় রাজনৈতিক পরিবর্তনের কারণে চুক্তি বাস্তবায়নে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে, অচিরেই বাকি আনুষ্ঠানিকতা শেষ হবে।

চলতি বছর ১৫ লাখ কর্মী বিদেশ পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

গ্রীস প্রতিবছর ৪ হাজার মানুষ নেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যারা অনিয়মিত হিসেবে সেখান থেকে ফেরত আসবেন, তাদের সেই চার হাজারের মধ্যে অন্তর্ভুক্ত করা হতে পারে। এছাড়া চুক্তি অনুযায়ী গ্রীস ১৫ হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধতার সুযোগ দিচ্ছে। তবে এ সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন: চার মাসে দেড় লক্ষাধিক কর্মী বিদেশে গেছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ইমরান আহমদ বলেন, দক্ষ ও যোগ্য জনগোষ্ঠীই পারে নিজের উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন সাধন করতে। আমাদের প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন চান। তিনি এ জন্য ২০৪১ সালের ভিশনকে সামনে রেখে কাজ করছেন। আমরা যদি নিজেদের অবস্থান থেকে কাজ করি, তবে ডিজিটাল বাংলাদেশকে সহজেই স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।

ছামির মাহমুদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।